ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দৌলতপুরে  শান্তিপুর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবীতে ওয়াকার্স পার্টির  লাল পতাকা মিছিল 

দৌলতপুরে  শান্তিপুর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবীতে ওয়াকার্স পার্টির  লাল পতাকা মিছিল 

ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে বালাদেশের ওয়াকার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় অনুচরদের ষড়যন্ত্র রুখে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবীতে লাল পতাকা মিছিল ও পথসভা করেছে।

বুধবার বেলা ১১ লাল পতাকা মিছিল টি দৌলতপুর থানা বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে শেষ হয়।

এরপর বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে ওয়াকার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বালাদেশের ওয়াকার্স পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান, ওয়াকার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হাফিজ উদ্দিন সরকার, কৃষক নেতা গুজরত আলী মোল্লা। বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় অনুচরদের ষড়যন্ত্র রুখে দেয়া এবং রাজনৈতিক দলের আন্দোলন কর্মসুচীর নামে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদ জানান এবং উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচন দাবী করেন ।