ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে নাছিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নাছিমা বেগম মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিল। নাছিমার ৪ ছেলে ১ মেয়ে রয়েছে।
জানা যায়, সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে নাছিমা বেগম গোয়াল ঘরের বাঁশের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। তার স্বামী সৈয়দ শওকত আলী মাঠ থেকে এসে তাকে না পেয়ে খুজাখুজি করলে দেখে গোয়াল ঘরের আড়ার সাথেফাঁস নেওয়া অবস্থায় ঝুলছে।
আত্মহত্যার খবর পেয়ে ডহরনগর ময়না তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।