ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বদলগাছীতে আদিবাসী গৃহবধুর মাথা ন্যাড়া  গ্রেপ্তার ৩

বদলগাছীতে আদিবাসী গৃহবধুর মাথা ন্যাড়া  গ্রেপ্তার ৩
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর বদলগাছীতে মধ্যযুগীয় কায়দায় বিচারের নামে এক আদিবাসী গৃহবধুর ন্যাড়া করে ঘোল ঢেলে দেয়ায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ’বর্বরচিত ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বদলগাছী উপজেলার গয়েশপুর পাহান পাড়া গ্রামে গৃহবধুর খলিয়ানে। ওই দিন সন্ধ্যায় গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো সমাজপতি বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪০) ও নাপিত ভবেশ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর পাহান পাড়া গ্রামের দিলিপ পাহান এর স্ত্রী বাসন্তী প্রতিবেশি যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এ নিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হলে দিলিপ পাহান তার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু তাদের ঘরে ২ টি সন্তান থাকায় ওদের ভবিষৎ এর কথা চিন্তা করে গৃহবধুর শাশুরী তাকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে।
বিষয়টি সমাজপতি দিলিপের চাচাতো ভাই বিমল পাহান ও সুবাস পাহান মেনে নিতে পরেনি। তার দুজন গ্রামবাসীকে ডেকে সোমবার সকালে প্রকাশ্য সালিশ বসিয়ে স্বামী সন্তান ও গ্রামবাসীদের সামনেই গ্রামের ভাবেশ নামে এক নাপিতকে ডেকে মাথা ন্যাড়া করে দেয়।
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানায়, এ ঘটনায় ভূক্তভুগী গৃহবধু থানায় মামলা করার পর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছি।