ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ট্যাবলেট বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ট্যাবলেট বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়াকু ষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামেে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী উপহার ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ট্যাবলেট পিসি বিতরণ করেন। ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানের সভাপত্বি করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রোগ্রামার আইসিটি বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন, ভেড়ামারা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ইসকান্দার আলী, ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম।