ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে মোট ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ মাদক কারবারি আটক।
হেলাল মজুমদার কুষ্টিয়াকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সহ ৫ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে।ভেড়ামারা থানা সূত্র জানা গেছে এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার তত্ত্বাবধানে, জনাব মোঃ জহুরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল, এসআই(নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া সংগীয় ফোর্সসহ ইং-০২/০৯/২০২৩ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল সংগীয় অফিসার ও ফোর্সসহ ভেড়ামারা থানাধীন ফকিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত সামসের, সাং-গোপিনাথপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
পৃথক অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, ভেড়ামারা থানাধীন চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী (৩৫), পিতা-মোঃ আতর আলী, সাং-চন্ডিপুর পশ্চিমপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৪, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
একই দিন অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া, ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শুকুরুজ্জামান (২৫), পিতা-মৃত রোকুজ্জামান, সাং-সাতবাড়িয়া গোহাটপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মহোদয় জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।