ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বন্ধ দিঘী -হোসনেয়ারা পারভীন

বন্ধ দিঘী

হোসনেয়ারা পারভীনঃ 

বন্ধ দিঘীর নিটোল জলে লাল পদ্ম ফোটে;

সেই পাতায় নাচন করতে ডাহুক পাখি জোটে।

ছেলে-মেয়ে কাটে সাঁতার ভর দুপুর বেলা।

শাপলা ফুল তুলে এনে গাঁথে সবাই মালা।

গাঁয়ের বধূ নাইতে নামে লজ্জা ভূষন ভাবে;

জল কুমারী লাগে যদি জলে যখন ডুবে।

হাঁসের দল খেলা করে দল বেঁধেযে তারা;

তাদের সনে ভাসতে আমি থাকি পাগল পারা।

শুকিয়ে গেলেও বন্ধ দিঘী চিহ্ন যে তার রহে;

আবার যখন বর্ষা আসে তার বুকেতেই বহে।

তারই বুকে ডিঙ্গি নৌকা চলে ছলাৎ ছলাৎ;

চাঁদ যেন উছলে পড়ে যখন গভীর রাত।

দখীন বাতাস যখন আসে জুড়ায় দেহ মন;

বন্ধ দিঘী আমায় নিয়ে কাটায়যে তার ক্ষণ।