ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

“অব্যক্ততা” – হোসনে আরা পারভীন

“অব্যক্ততা” –

হোসনে আরা পারভীন

দেহের কোন অসুখ নেই, যতো অসুখ মনে মন

এক উড়ন্ত ঘুড়ি-সুতো ছিঁড়ে, আবার ওড়ে।

চেপে রাখা শোক-তাপ,ধূম্রবত ক্ষোভ

যতনে সৃষ্টিকর্তার কাছে মুখ লুকাই-অভিমানে অনুক্ষণে!

আঁটসাঁট বৃত্তে জ্বলা একটি  ভঙ্গুর শরীর-সুর্য

মস্তিষ্ক ক্ষয়ে স্মৃতিগুলো বেদনা-বিধুর,,

মগজশূন্য গরিবের সাথে কথা হতেই

সন্ধ্যার বাতাসে স্যাঁতসেঁতে হয় সুর!

সময় ফুরিয়ে আসে নিভু নিভু আলোয়-

জেগে থাকা মোমটির মতো,

তুমিতো বোঝো, আমি খোলা চোখে ঘুমাই;

জলবসতি মাছেদের মতোই!

কুণ্ডলী পাকিয়ে আকাশ ছেড়ে কালো মেঘ নামে বুকে,,

খরতাপে ফাটা বুক অঝোর ধারায় বৃষ্টি চায়,

কিন্তু মেঘ বড্ড অভিমানী!

নীল সাপ কামড়ে যায় নিষ্পাপ দু’টি পায়ে ব্যথা নয়,

বিষ লেগে আছে আজন্ম তার গায়ে।

কে রাখে স্মরণে, মৃত ভোর-কালোত্তীর্ণ ক্ষণ

অন্তরিন্দ্রীয়ে ঘুণ ধরেছে-মোজাইকের দেয়ালে

কায়ার সঙ্গী ছায়া-বলো কে রাখে সে খেয়াল?

প্রতিটা ঘোমটা পর্দা নয়, প্রতিটা ওড়না ঘোমটা নয়,

এই জিহ্বা যেমন স্বাদে ভরা, প্রয়োজনে তা প্রায়শই: তিক্তও হয়!

বয়স নয়, সময় ধরে রাখি সরলরেখার সাদা কাগজে…

ঈগল চেতনার যৌবন শেষে জরার চুম্বন থাকে কপালের ভাঁজে ভাঁজে!

হারিয়ে গেলে প্রিয় কেউ সময়ের দাবীতে দুঃখ করার কি আছে???

উন্মুক্ত পৃথিবীর বুকে হাহাকার করার আরওতো বহু কারণ আছে!!!!