ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ফরিদপুর-১ আসন রাজনৈতিক মহল থেকে শুরু করে চায়ের দোকানে চলছে আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আলোচনা

ফরিদপুর-১ আসন
রাজনৈতিক মহল থেকে শুরু করে চায়ের দোকানে চলছে আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আলোচনা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ১ আসনের রাজনৈতিক মহল থেকে শহর, গ্রাম, পাড়া মহল্লার চায়ের দোকানে চলছে ব্যাপক আলোচনা।
এ ছাড়া গ্রাম অঞ্চলের রাস্তার পাশে ছিন্নমূল দোকানগুলোতেও আলোচনার ঝড় বইছে।

রাজনৈতিক নেতারা, শ্রমিক, কৃষক, দিনমুজুর বিকেল হলেই তাদের চলে চায়ের দোকানে আড্ডা। ওই আড্ডায় তাদের মুল আলোচনা শুরু আসছে জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন দলীয় নৌকা।

এদিকে ফরিদপুর-১ আসনের সাবেক জনপ্রিয় এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তাকে নিয়ে স্বপ্ন দেখছে আ’লীগের ভোটাররা। তাদের ধারনা আব্দুল্লাহ আল মামুনের রয়েছে ক্লিন ইমেজ। আব্দুল্লাহ আল মামুনের পিতা সাবেক এমপি আব্দুর রউফ মাস্টার সব শ্রেণী পেশার মানুষের হৃদয়ে গেথেঁ রয়েছেন।

সাধারণ মানুষের একই আলোচনা এমপি রউফ স্যার ছিলেন একজন জনতার এমপি, তার ছেলেও তার বাবার মতো হয়েছেন। তিনি তার বাবার মতো সব শ্রেণী পেশার মানুষের কাছে আসেন এবং তাদের সুখ দু:খের কথা শোনেন। তা ছাড়া চায়ের দোকানে বসে সকলের সাথে চা খান।

অনেকেই বলেন রউফ স্যারের মতো ভালো এমপি আমরা আর পেলাম না। স্যারের ছেলে মামুন স্যারের মতোই হয়েছে যদি আ’লীগ থেকে মনোনয়ন নিয়ে আসে প্রাণ ভরে ভোট দিব। কারন মামুন তার বাবার মতো জনবান্ধব নেতা।

আব্দুল্লাহ আল মামুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (আ’লীগ সরকারের) উন্নয়নের লিফলেট ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের হাতে পৌঁছায় দিচ্ছেন এবং নৌকা প্রতিকে ভোট চাচ্ছেন। তিনি গ্রামীন হাট বাজারে, চায়ের দোকানে, গ্রামের নেতা ও শ্রমিকদের হাতে উন্নয়নের লিফলেট পৌঁছায় দিচ্ছেন।