কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদ আহমেদঃ কুষ্টিয়া, ০৯ সেপ্টেম্বর’ ২০২৩\ কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় জেলা শ্রমিক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলি খান। কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি।
সদর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় সদর থানা শ্রমিক লীগের সম্মেলন উপলক্ষে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়াও সংগঠনকে আরো গতিশিল করতে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ড এবং শহর শ্রমিক লীগের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।