ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বোয়ালমারীতে ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আব্দুল্লাহ আল মামুনের মতবিনিময়

ফরিদপুর-১ বোয়ালমারীতে ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আব্দুল্লাহ আল মামুনের মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চতুল ইউনিয়নের চতুল প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আ’লীগ সরকারের) উন্নয়ন তুলে ধরেন সকলের সামনে। এ ছাড়া উন্নয়নের লিফলেট বিতরন করেন এবং নৌকা প্রতীকে ভোট চান সকলের কাছে। মামুন বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই দেশে এতো উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কর্মচারীদের কাছে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচার করছেন, উন্নয়নের লিফলেট বিতরণ করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।