1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু - dailynewsbangla
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউরেনিয়াম জ্বালানির যুগে বাংলাদেশ নওগাঁয় বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত  প্রকল্প বাস্তবায়নে এমপি শাহজাদার ৬০ লক্ষ টাকা বরাদ্দ বোয়ালমারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত   দশমিনায় আরসিসি ব্রীজের  ভিত্তি প্রস্তর স্থাপন ফরিদপুর-১ ভ্যান ও অটো শ্রমিকদের মাঝে উন্নয়ন প্রচার নাগরপুরে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে উদ্ধত্যপূর্ণ বক্তব‍্যের জন্য আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক বহিষ্কার, অনুলিপি জেলা ও কেন্দ্রীয় আ’লীগে প্রেরনের সিদ্ধান্ত শৈশব ও বব কাট- সেলিনা আখতার দশমিনায় সড়কের কাজের উদ্ধোাধন বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী এবং মধুমতি নদীতে গোশল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী মোছা. রহিমা বেগম (৪৮) গত সোমবার সন্ধ্যায় বাড়িতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত মারা যায়। রাত নয়টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই ইউনিয়নের লংকারচর গ্রামের মো. মোমিন শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২২) দুপুরে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোশল করতে নেমে পানিতে ডুবে যায়। ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, আব্দুল্লাহ শেখ মৃগী রোগী ছিল। দুপুর পর্যন্ত মাঠে কাজ করে ২টার দিকে অন্যান্য ছেলেদের সাথে মধুমতিতে গোশল করতে যায়। নদীতে নেমে ডুব দিয়ে সে আর ভেসে উঠেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রহিমা বেগম সন্ধ্যায় বিদ্যুৎস্পর্শে মারা যায়। রহিমার স্বামী আব্দুর রহমানও বছর খানেক আগে মারা যায়। মঙ্গলবার (১২.০৯.২৩) দুপুরে উভয়ের জানাযা শেষে লাশ দাফন করা হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব দুইজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, কারও কোন অভিযোগ না থাকায় যার যার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ