দৌলতপুরে শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাস এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
খন্দকার কার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন বিশ্বাস এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মরহুমের স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়েছে,উলেখ্য তিনি ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার পুথিবীর মায়া ত্যাগ করে চিরতরে অজানার দেশে চলে যান।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেচুর রহমান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন বিশ্বাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ লিয়াকত আলী, আলারদর্গা বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান লস্কর. নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক ও শহিদুলাহ, কল্যাণ ট্রাস্টের আহŸায়ক শ্রী দুলাল দেবনাথ, শফিকুল ইসলাম মাস্টার, বিডিএস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লিয়াকত আলি, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন আহমেদ, ছাত্রীদের মধ্যে সামিয়া মুলতা লাবণ্য, রিকাতা তানজিল, সুমাইয়া খাতুন প্রমুখ। বক্তারা নাসির উদ্দিন বিশ্বাস এর বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা সুধিমন্ডলী, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।