মান্দায় নবাগত ডিসির মতবিনিময় সভা
মোহাম্মদ আককাস আলী:নওগাঁর মান্দায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও নিকাহ্ রেজিস্টারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, বীরমুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল ও আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মাহফুজুর রহমান উজ্জল, মান্দার সাংবাদিকগণ।