ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দা  ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১

মান্দা  ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া দুটি ল্যাপটপ, একটি ব্যাটারি ও একটি ইউপিএস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের উপজেলার পরানপুর ইউনিয়নের উত্তর পরানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মেহেদী হাসান পলাশ (২৬)।
পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল বলেন, গত শনিবার রাতে পরানপুর ইউনিয়ন ভূমি অফিসের কলাপসিবল গেটের তালা ভেঙে দুটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে সংঘবদ্ধ চোরেরদল। পরে গ্রাম পুলিশের সহায়তা দুটি ল্যাপটপ ও একটি ব্যাটারি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেহেদী হাসান পলাশ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী গোপালপুর বাজার থেকে পরানপুর ইউনিয়ন ভূমি অফিসের একটি ইউপিএস উদ্ধার করা হয়েছে।