জানালার গ্রিল কেঁটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলার বাশঁবাড়িয়ার ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে জানালার গ্রিল কেঁটে ১১ লক্ষ টাকা মূল্যেও ১২ ভরি স্বর্ণলাংকার ও নগদ ৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। দশমিনা থানায় একটি চুরির মামলা হয়ে।
জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মোঃ ফজলুল হক মোক্তারের ঘরের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি কওে চোরের্
াপারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টায় ঘুমাতে যায় ফজলুল মোক্তার, স্ত্রী, তার ছেলে এবং ছেলের বৌ। রাত ২ টায় ফজলুল মোক্তারের স্ত্রীর ঘুম থেকে সজাগ হয়ে দেখেন সিন্দুকের কপাট খোলা। তখোন তার স্বামীকে ঘুম থেকে সজাগ করে বললে ঘরের মালামাল এলোমেলো এবং সিন্দুক খোলা । সিন্দুক থেকে নগদ টাকা ও স্বর্ণলাঙ্কার নিয়ে যায় চোরেরা। তার ছেলেকে ডাকাডাকি করলে দেখে বাহীর থেকে সিটকানি দেয়া। পরে সকলে দেখে ঘরের সামনের বাড়ান্দায়র জানালার গ্রিল কাঁটা। তাদের সিন্দুকে রক্ষিত ১২ ভরি স্বর্ণ ও নগদ ৪ লক্ষ টাকা নিয়ে ঘরের মেঝেতে বিভিন্ন মালামাল ছরিয়ে ছিটিয়ে রেখে যায় চোরেরা। মোঃ সোহেল মাহামুদ দশমিনা থানায় চুরির মামলা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন চুরি হওয়ার ঘটনার বিষয়ে সকালে শুনেছি। এজাহার পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিধীন।