কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়ীয়া গ্রামে শুক্রবার এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দৌলতপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই শিশু মেয়েটি বাড়ীর পাশের মাঠে ছাগল চরাতে যায়। এই সময় একই গ্রামের মনছের কাজীর ছেলে নজু কাজী (৫৫) শিশু মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল কয়েকজন এগিয়ে আসলে নজু কাজী দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটির নানা আজগর আলী সেখান থেকে তার নাতিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন রাতে জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 






















