ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে অস্ত্র ও ২রাউন্ড গুলিসহ আসাদুল গ্রেফতার।

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ২রাউন্ড গুলিসহ আসাদুল গ্রেফতার।


দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আসাদুল নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

২৫ সেপ্টেম্বর সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ায় কর্মরত এসআই অনুপ কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযানে চালিয়ে দৌলতপুর উপজেলা (পূর্বপাড়া) এলাকা থেকে আসাদুল ইসলাম (৪৫)নামের এক ব্যাক্তিকে ০১ টি ওয়ান শুটারগান, ( ০২ (দুই) রাউন্ড কার্তুজ, ০১ (এক) টি চাইনিজ কুড়াল যাহার দৈর্ঘ্য ১৫ ইঞ্চি, একটি লাল রংয়ের রেজিঃ বিহীন Pulser মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। আসাদুল একই এলাকার আফসার প্রামনিকের ছেলে।

আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।