ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার।

বোয়ালমারীতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার।


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল ইসলাম রতনকে (৬০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। রতন উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের বাসিন্দা।

এএসআই মনির হোসাইন জানান, ১৩৮ ধারার একটি মামলায় রতনের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৯০ লাখ টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া আরো তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

সাজা হওয়ার পর রতন দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিল। সে এলাকা থেকে পালিয়ে গিয়ে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাট বাসার কেয়ারটেকার হিসেবে চাকুরী করছিল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে ওসি স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পুলিশ প্রহরায় প্রেরন করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রতনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।