দশমিনায় ২৫০ গ্রাম গাজা সহ আটক এক
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় গত বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত আটটায় উপজেলার পূজাখোলা নুরানি হাফিজি মাদ্রাসার দক্ষিন পাশে জনৈক নাসির তালুকদারের বাগানে গাজা বিক্রির সময় একজনকে আট করা হয়। আটক কৃত হলেন উপজেলার দশমিনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূজাখোলা বাসিন্দা মৃত. জালাল চৌকিদারের ছেলে মান্না(২৫)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপপুলিশ পরিদর্শক (এসআই) আবদুর রহিম, আবিদ গোলদার সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে পূজা খোলা এলাকার জনৈক নাসির তালুকদার এর বাগান থেকে গাজা বিক্রির সময় মান্নাকে আটক করে। এ সময় ২-৩ জন পালিয়ে যায়। মান্নার কাছ থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার কওে পুলিশ। পরে মান্নাকে থানায় নিয়ে যওয়া হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, মান্না একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ গ্রাম গাজা সহ আট করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়।