ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদি‌নে মিলাদ মহফিল ক‌রে‌ছেন জু‌য়েল চৌধুরী

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদি‌নে মিলাদ মহফিল ক‌রে‌ছেন জু‌য়েল চৌধুরী

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ মহাপ‌বিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফ‌রিদপুর-২ আস‌নের বি‌ভিন্ন স্থা‌নে আ‌লোচনা সভা, দোয়া ও মিলাদ মহফিল ক‌রে‌ছেন, আপনগৃহ নির্মান প্রোপা‌র্টিজ লি‌মি‌টেডের চেয়ারম‌্যান, সা‌বেক সাংসদ ও ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি মোঃ সাইফুজ্জামান চৌধুরী (জু‌য়েল)। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর সালথা উপ‌জেলা ম‌ডেল মস‌জি‌দে দোয়া মিলাদ মাহ‌ফিল অংশ‌ গ্রহণ ক‌রেন সা‌বেক এই সাংসদ। এরপর বিকা‌ল ৪টার দি‌কে নগরকান্দা বাজার জা‌মে মস‌জি‌দে দোয়া মাহ‌ফিল যোগ দেন। সব শে‌ষে বিকাল ৫টায় ফুলসূতি আব্দুল আলিম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপনগৃহ নির্মান প্রোপা‌র্টিজ লি‌মি‌টেডের চেয়ারম‌্যান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, নগরকান্দা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলু শেখ, বীর মুক্তিযোদ্ধা ওহেদুজ্জামান চৌধুরী, ফুলসূতি আব্দুল আলিম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বিশ্বাস, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শের আলী প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। জুয়েল চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রায় দেড় হাজার বছর আগে হজরত মুহাম্মাদ (স:) রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার (ফীলের বছর) দিনের রাতের মহাসন্ধিক্ষণ ‘সুবহে সাদেক’-এ শুভ জন্মগ্রহণ করেন। আল্লাহ রব্বুল আলা‌মিন রাসুল (স:) আমা‌দের মা‌ঝে রহমত হি‌সে‌বে প্রেরণ ক‌রেন। আর‌বের অন্ধকারে থাকা মানুষ‌কে আ‌লোর পথ দেখান। মওলা পা‌কের বানী মানু‌ষের মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দেন। আজ প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী। আজ‌কের এই দি‌নে আল্লাহপাক সবাইকে মাফ ক‌রে কবুল ক‌রে নেন। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ইসলাম ও মুসলমান‌দের জন‌্য বর্তমান শেখ হা‌সিনার সরকা‌রের অ‌নেক অবদান র‌য়ে‌ছে। দে‌শের ম‌ধ্যে ৫৬০ টি ম‌ডেল মস‌জিদ নির্মান ক‌রে‌ছেন যা বি‌শ্বে বিরল। এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পূণরায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানান।