১২তে পা রাখলেন ফরহাদ আহমেদ সৌরভ
নিউজ বাংলা ডেস্কঃ জাতীয় দৈনিক ভোরের পাতা ও ইংরেজী দৈনিক ডেইলি পোষ্ট পত্রিকার দৌলতপুর প্রতিনিধি সাংবাদিক ফরিদ আহমেদ এর জেষ্ঠ্য পুত্র ফরহাদ আহমেদ সৌরভ ১১ পেরিয়ে ১২ তে পা রাখলেন।
জন্মদিন উপলক্ষে তারাগুনিয়ার নীজ বাড়িতে ঘরোয়া পরিবেশে কেক কেটে ছেলের জন্মদিন পালন করা হয়েছে। কেক কেটে ছেলের উদ্যেশে সাংবাদিক ফরিদ বলেন,প্রার্থনা করি সাফল্যের শিখরে তোমার নাম লেখা হোক,তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আরো সুন্দর করে তুলুক,সাহস নিয়ে সব মুশকিল সম্মুখীন হও,কামনা করি তোমার এই দিনটি খুব ভালো কাটুক। শেষে সকল শুভাকাঙ্খীদের নিকট ছেলের জন্য দোয়া চেয়েছেন।
Print [1]