কুষ্টিয়া অফিস ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সোহেল রানার মা মনোয়ারা বেগম (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার বেলা আনুমানিক ১২টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা সাংবাদিক সোহেলের মা গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মনোয়ারা বেগমের মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১ টার সময় নিহতের নিজ বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া থেকে ইজিবাইক যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় মাইক্রোবাস-ইজিবাইক-মোটরসাইকেলের এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় মনোয়ারা বেগম সহ কয়েকজন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সোহেল রানার মা মনোয়ারা বেগমের মৃত্যু হয়।
মনোয়ারা বেগম কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের আকমল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ মাগরিব বালিয়াপাড়া গোরস্থানে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক সোহেল রানার মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মনোয়ারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতা আল-মামুন সাগর, আনিসুজ্জামান ডাবলু, নূরুন্নবী বাবু ও আবু মনি জুবায়েদ রিপন সহ সাংবাদিক নেতৃবৃন্দ। সেসময় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।