আত্রাই ও রাণীনগরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
মোহাম্মদ আককাস আলী :নওগাঁর আত্রাই ও রাণীনগরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। শুক্ররাব বন্যায় ভাঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসন গোলাম মাওলা। এসময় ভাঙ্গা স্থান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন তিনি।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের পানি নেমে আশায় আত্রাই নদীর পানি বিপদসীমার ১৩.৭৫ পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে নদীর বাঁধ ও রাস্তার ৪টি পয়েন্টে ভেঙ্গে মাঠে পানি প্রবেশ করায় ফসলের ক্ষতি ও মানুষ বানভাসি হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে খাবারের কষ্ট না পান সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ মেট্রিক টন জিআরের চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চালের মধ্যে ইতোমধ্যে ১৩ মেট্রিক টন চাল বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। অপরদিকে
রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল ও শুকনা খাবার চিড়া বিতরণ করা হয়েছে। ওইদিন বিকালে উপজেলার গোনা ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৪০০ পরিবারের মাঝে ১০কেজি করে চাল এবং ২ কেজি করে চিড়া বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এসব সহায়তা গোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়।