ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

দৌলতপুরে ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ১০৩ ফেনসিডিলসহ  এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গার পাশে চাবনাই মালিথাপাড়া গ্রামে অভিযান চালিয়ে  আনারুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে দৌলতপুর থানা পুলিশ। সে একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই সাব্বির সঙ্গীয় ফোর্স নিয়ে চাবনাই মালিথাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার রান্না ঘরের চুলার পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় ১০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

মাদকসহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি টিম চাবনাই মালিথাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।