ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২ ফার্মেসীকে জরিমানা

দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ফরিদ আহমেদঃ  কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ফার্মেসীকে জরিমানা করেছে ঔষধ প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে ঔষধ প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে দৌলতপুর হাসপাতাল মোড়ের মোঃ আফাজ উদ্দিনের বেমেলা ডেন্টাল ক্লিনিক ও মোঃ আবদুল কাদেরের মা ফার্মেসীতে বিশ হাজার করে চল্লিশ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

ভোক্তাঅধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ওষুধ প্রশাসন এর সহকারী পরিচালক (ড্রাগসুপার) কে, এম মহসীনিন মাহবুব, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: মো: তোহিদুল হাসান তুহিন। এ অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।