শার্শা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ শার্শায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-তৃতীয় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টার সময় শার্শা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর যশোর সহকারী পরিচালক সেলিমুজ্জামান, শার্শা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।