![](https://dailynewsbangla.com/wp-content/uploads/2023/10/19.jpg)
বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত
মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। নাচে-গানে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এই ঐতিহ্যবাহী কারাম উৎসব।
কারাম উৎসবকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা সমবেত হয়। এ’অঞ্চলে বিভিন্ন স্থানে এই কারাম উৎসব পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ নাটশাল মাঠে কারাম উৎসবের আলোরন সৃষ্টি করে। এছাড়া দেওয়ানপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,ডাকবাংলো মাঠে এই উৎসব পালিত হয়। এই উৎসবকে ঘিরে আদিবাসী মহল্লায় মহল্লায় শুরু হয় কুটুমদের ভীড় এবং আনন্দের উল্লাস। বনগ্রাম কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি নন্দনাল উড়াও এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ওবায়দুল হক বাচ্চু, জাতীয় আদিবাসী পরিষদের নেতা আমিন কুজুর, অলক উরাও, নয়ন পাহান, নিত্যলাল উরাও প্রমুখ। উৎসবে বিভিন্ন স্থান থেকে উড়াও, সাঁওতাল, মুন্ডা, মাহাতোসহ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে নাচ-গানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Print [1]