দশমিনায় জন্ম – মত্যু নিবন্ধন দিবস উদযাপন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি” সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় জাতীয় জন্ম – মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাই চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ওয়াশিউজ্জামান চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ জাফর আহমেদ, ওসি (তদন্ত) অনুপ দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা প্রেসক্লাবের সভপতি মোঃবেল্লাল হোসেন, সংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন তানভীর, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাঞ্জায় ব্যানার্জি ও মাধ্যমিক,মাদ্রাসা, কলেজের শিক্ষক – শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী।
আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, জন্ম – মৃত্যু নিবন্ধন সরকারের একটি রাস্ট্রীয় পদক্ষেপ এ সুযোগ সকলকে গ্রহন করা একান্ত দরকার । চাকরি সহ সরকারের সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। সভায় আরো বলেন কোন শিশু জন্ম গ্রহন করলে তার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং এলাকায় কোন লোক মারাগেলে তার তথ্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে লিপিবদ্ধ করে সনদ গ্রহন করতে হবে। সরকার জন্ম – মৃত্যু নিবন্ধন ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করছে। তাই জন্ম – মৃত্যু নিবন্ধন করার জন্য সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, জন্ম – মৃত্যু নিবন্ধন সরকারের একটি রাস্ট্রীয় পদক্ষেপ এ সুযোগ সকলকে গ্রহন করা একান্ত দরকার । চাকরি সহ সরকারের সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। সভায় আরো বলেন কোন শিশু জন্ম গ্রহন করলে তার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং এলাকায় কোন লোক মারাগেলে তার তথ্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে লিপিবদ্ধ করে সনদ গ্রহন করতে হবে। সরকার জন্ম – মৃত্যু নিবন্ধন ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করছে। তাই জন্ম – মৃত্যু নিবন্ধন করার জন্য সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।
Print [1]