দৌলতপুরে সংগ্রামপুর মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর মাঠ থেকে খেজের আলী ফকির (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের মাথায় একাধিক আঘাতের চিন্থ দেখা গেছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে সংগ্রামপুর মাঠ থেকে খেজের আলী ফকিরের লাশ উদ্ধার করা হয়। তিনি সংগ্রামপুর গ্রামের ঈদগাহ পাড়ার মৃত সুরাত আলী ফকিরের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকেরা লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Print [1]