প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সালথায় মেজর (অবঃ) হালিমের প্রস্তুতি ও সমন্বয় সভা
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় আগমন ও সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরের সালথায় প্রস্তুিত ও সমন্বয় সভা করেছেন বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।
নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর জেলা শাখার আয়োজনে শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার সোনাতুন্দী মেজর (অবঃ) আতমা হালিমের নিজ বাড়িতে এই প্রস্তুিত ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুিত ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় আগমন উপলক্ষে আমরা ফরিদপুরবাসী গর্বিত। বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর জেলা ও ফরিদপুর-২ আসনের সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানাই। আগামী ১০ তারিখের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহত জনসমাবেশ। তিনি আরও বলেন, ফরিদপুর নামে বিভাগ ও ফরিদপুরে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া পাওয়া রয়েছে। ফরিদপুর-২ আসনের সর্বস্তরের জনগণ ও বঙ্গবন্ধু সেনা পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সমাবেশ স্থলে উপস্থিত হব। সমাবেশ সফর করতে আপনাদের সকলের সহযোগিতা চাই। বর্তমান সরকারের বার্তা পৌঁছে দিতে ও সমাবেশ সফল করতে সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। আমার পক্ষ থেকে যানবাহনসহ প্রয়োজনীয় সকল বব্যস্থা করা হবে। রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর জেলা শাখা সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লুলু, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল কাদের, নগরকান্দা পৌর কমিশনার মো. কাউছার হোসেন, সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আকরামুজ্জামান প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বঙ্গবন্ধু সেনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।