ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দশমিনায় বজ্রপাতে দু’টি পশুর মৃত্যু

দশমিনায় বজ্রপাতে দু’টি পশুর মৃত্যু

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়ানের বড়গোপালদী গ্রামে শনিবার বিকেল ৫ টায় বজ্রপাতে দুটি গবাদিপশুর  মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবাক সূত্রে জানা যায়, দীর্ঘ ৩- ৪দিন উপজেলায় টানা বৃস্টি চলোমান। শনিবার বিকেলে প্রবল বর্ষন ও বজ্রপাত হয় বজ্রপাতে বড়গোপালদী গ্রামের মোঃ মহিউদ্দিন প্যাদার দুটি গবাদিপশু  মারাযায়। বাড়ির উত্তর পাশের বিলে দুপুরে  বাঁধা ছিলো। পরে গরুর মালিক ও স্থানীয়রা গাভী দুটোকে বিলের মাঝে পরে থাকতে  দেখে ছুটে যায় গিয়ে দেখে গাভী দুটো মৃত্যু।
স্থানীয় বাসিন্দা আহসান মুনিম বলেন, টানা ৩-৪ দিন বৃস্টি ও বজ্রপাত বহমান আজকে একটু সূর্যের আলো দেখতে পাই। আমার প্রতিবেশি মহিউদ্দিন তার দুটি গাভী বিলের ধারে বেঁধে রেখে বাড়িতে চলে আসে। বিকেলে হঠাৎ বৃস্টি ও বজ্রপাত হলে বজ্রপাতের আঘাতে গাভী দুটি মারা যায়।
মহিউদ্দিন প্যাদা বলেন, তিন চারদিন বৃষ্টি থাকায় আমার গৃহপালিত পশু দুটি ঘরের বাহিরে নিতে পারিনি। আজ দুপুরে খাবারের জন্য বিলের মাঝে বেঁধে রাখি। বাড়িতে আসার পর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতেই গরু দুটি মারা যায়। পরে গরু দু’টিকে বাড়িতে নিয়ে আসি।