ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা

দৌলতপুরে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা

ফরিদ আহমেদঃ  দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউপি’র শেহালা গ্রামে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্ঠার অভিযোগ উঠেছে প্রতিবেশি সুমন (১৯) নামের এক লম্পটের বিরুদ্ধে। পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে প্রতিবেশি সিরাজ মন্ডলের বাড়ীতে শিশুটি খেলা করছিল। এক পর্যায়ে খেলার ছলে ডেকে নিয়ে সিরাজ মন্ডলের ছেলে সুমন তাকে ধর্ষনের চেষ্টা করে। শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে। এব্যাপারে শনিবার সকালে শিশুটির বাবা দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, ধর্ষনের চেষ্টা জানিয়ে শিশুটির বাবা একটি এজাহার দায়ের করেছে। মামলাটি পক্রিয়াধিন বলে জানিয়েছে তিনি।