![](https://dailynewsbangla.com/wp-content/uploads/2023/10/rafshenmnntdjfncvhc.jpg)
কলা ব্যবসায়ী খায়রুলের মুখে এখন হাসির ঝিলিক
মোহাম্মদ আককাস আলী : এক সময় অভাব অনটনের মধ্যে খায়রুলের সংসারের চাকা থেমে থেমে চলছিলো। স্ত্রী সন্তান ও মাকে নিয়ে অভাবের সাথে যুদ্ধ করেই জীবন জীবিকার সন্ধানে খুঁজে বেড়াতেন ডাল ভাত। অভাবকে হারমানিয়ে খায়রুলের মুখে এখন ঝরছে হাসি ঝিলিক। বিভিন্ন এলাকার কলা চাষীদের বাগান থেকে কলা কিনে সেই কলা বাজারে বিক্রি করে আলোর মুখ দেখতে শুরু করে খায়রুল। তার কলার চাহিদা এখন বাজার জুড়ে। ফরমালিন যুক্ত কলা বিক্রি করায় তার লক্ষ্য। খায়রুল এখন এলাকার বড় কলা ব্যবসায়ী। তিনি বিভিন্ন কলা চাষীদের বাগান কিনে সেই কলা দেশের পাইকারদের কাছে সরবরাহ করেন। এলাকায় খায়রুল কারো কাছে কলা নানু,কারো কাছে কলা দাদু নামে খ্যাতি অর্জন করেন। তার মুখ ভরা হাসি সবসময় মুখে মুখে।খায়রুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আমবাগান এলাকার মৃত সরদার তজিবর রহমানের ছেলে। এব্যাপারে খায়রুল ইসলাম জানান,অভাবের সঙ্গে যুদ্ধ করেছি। এক সময় দু’টাকা পাঁচ টাকা করে ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেছি। আজও সেই ভ্যানে করে বাজারে কলা বিক্রি করি এবং এই ভ্যানে করে পাইকাদের ট্যাকে কলা তুলে দেয়। তিনি বলেন কাজ করলে সন্মান যায় না বরং মর্যাদা বৃদ্ধি হয় আর পরিশ্রমের অর্থ দিয়ে সংসার পরিচালনা করার মজাই আলাদা।
Print [1]