ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন

কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সরকারী প্রাতমিক বিদ্যালয় প্রাঙ্নে জাতীয় কৃষি নিয়ন্ত্রন সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এড্যাডভোকেট এজাজ আহমেদ মামুন,বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ঢাকাস্থ্য দৌলতপুর সমিতির সাধারন সম্পাদক জনাব শরীফ রেজা খোকন,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন),প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।

পাঁচ বছর থেকে ষোল বছর বয়সী সকল শিক্ষার্থী ও শিশুকে সপ্তাহ ব্যাপী একটি করে কৃমি নিয়ন্ত্রন ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানা গেছে।