ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করতে গিয়ে, থানা হেফাজতে সুপারিন্টেন্ডেন্ট

সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করতে গিয়ে, থানা হেফাজতে সুপারিন্টেন্ডেন্ট

মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় মাদ্রাসার সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করতে গেলে সুপারিন্টেন্ডেন্ট আটকের ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোশারফ হোসেন মঙ্গলবার সকাল ১১ টায় অগ্রনী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক দেন । ব্যাবস্থাপক চেকের স্বাক্ষর জাচাই-বাচাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতি স্বাক্ষর মিলছেনা। তখোন সুপারিন্টেন্ডেন্টকে জিঞ্জাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির। সভাপতিকে ৪৩ হাজার টাকার চেক প্রদানের কথা জিঞ্জাসা করলে তিনি অস্বীকার করেন। পরে দশমিনা থানাকে অবহিত করলে থানা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোশারফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়।
ব্যাবস্থাপক অগ্রনী ব্যাংক দশমিনা শাখার মোঃ ইমাম হোসেন বলেন, আমি ১লা অক্টোবর যোগদান করি সকলের সাথে আমার পরিচয় হয়ে ওঠেনি। সকালে দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোশারফ হোসেন ৪৩ হাজার টাকার চেক দিলে আমি স্বাক্ষর জাচাই করে দেখি সভাপতির স্বাক্ষর জাল। দশমিনা থানায় অবহিত করলে থানা পুলিশ এসে নিয়ে যায়।

দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জেল হোসেন বলেন, সুপার এর আগেও আমাদের টিউশন ফি, এমপি মহোদয়ের মাদ্রাসা উন্নয়নের টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে আতœসাধ করেন। আজ একই কাজ করতে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ধরা খায়। আমাদের টাকা ও মাদ্রাসা উন্নয়নের টাকা সুপারিন্টেন্ডেন্ট আতœসাধ করার জন্য সভাপতির স্বাক্ষর জাল করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান, সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোশারফ হোসেন দীর্ঘদিন এমন কাজ করে আসছেন আমাকে না বলে মাদ্রাসার সাধারন তহবিলে থাকা টাকা আতœসাধ করার জন্য এভাবে ১৫-১৬ টি চেক দিয়ে আমার স্বাক্ষরজাল করে টাকা আতœসাধ করেন। আজ ব্যাবস্থাপক অগ্রনী ব্যাংক দশমিনা শাখা আমাকে ফোন করে বিষয়টি জানান। তিনি দশমিনা থানা হেফাজতে আছেন। কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করবো।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অগ্রনী ব্যাংক দশমিনা উপজেলা শাখার ব্যাবস্থাপক দুপুর ১ টায় ফোন করে বিষয়টি জানান । থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মনির হোসেনকে পাঠিয়ে দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোশারফ হোসেনকে চেক সহ থানা হেফাজতে আনা হয়। পরবর্তী আইনী কর্যক্রম চলোমান আছে।