সভাপতির স্বাক্ষর জাল করায় মামলা, সুপারিন্টেন্ডেন্ট জেলহাজতে
মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় বুধবার দুপুরে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সভপতির স্বাক্ষর জাল করায় তার বিরুদ্ধে থানায় মামলা করেন সভাপতি।
জানা যায়, গত মঙ্গলবার( ১০ অক্টোবর) সকালে দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোশারেফ হোসেন অগ্রনী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকার একটি চেক দেন। ব্যাংক ম্যানেজার চেকের পাতায় দেয়া স্বাক্ষর জাচাই করে দেখেন সভাপতির স্বাক্ষরের মিল নাই। তখোন তাকে জিঞ্জাসা করলে বলেন এটা সভাপতির স্বাক্ষর। ব্যাংক ম্যানেজার উক্ত মাদ্রাসার সভাপতিকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন আমি কোন চেক পাঠাইনি। তখোন ব্যাংক ম্যানেজার দশমিনা থানা পুলিশকে অবহিত করলে ওইদিন বিকেলে থানায় নিয়ে আসা হয়। সাদ্রসার উন্নয়নের টাকা নিজে আতœসাধ এবং সভাপতির স্বাক্ষর জাল করায় বুধবার দুপুরে অত্র মাদ্রাসার সভাপতি সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে থানায় মামলা করেন।
সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনা এই প্রথম না । সুপারিন্টেন্ডেন্ট এর আগে ১৫-১৬ টি চেক পাতায় আমার স্বাক্ষর জাল করে মাদ্রাসার টাকা উত্তোলন করে আতœসাধ করেন। এটি একটি চরম দুর্নীতি। আমার স্বাক্ষর জাল করে মাদ্রাসার টাকা আতœসাধ করায় আমি মামলা করি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, গত কাল মঙ্গলবার দুপুরে ব্যাবস্থাপক অগ্রনী ব্যাংক জানান সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের সময় দক্ষিন আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্টকে চিহ্নিত করি। তখোন দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মনির হোসেন তাকে থানায় নিয়ে আসে। আজ অত্র মাদ্রসার সভাপতি তার বিরুদ্ধে মামলা করেন, মামলা নং ০২ রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।