দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর ) দুপুরে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ সিদ্দিকী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, জেলা যুবলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সাংবাদিক অ্যাড. কোরবান আলী, আমিনুল ইসলাম, যমুনা টেলিভিশন প্রতিনিধি মহব্বত জান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার ১২৫টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বোয়ালমারীতে অনুষ্ঠিত পূজা মন্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব। অনুষ্ঠানটির সঞ্চালন করেন পুলিশ উপপরিদর্শক উত্তম কুমার সেন।