দশমিনা উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় অবরোধকালীন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী, আউলিয়াপুর গ্রামে ২৫ কেজি করে ২১শত ২০ জনকে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার, মৎস্য ফিশারিস নাজমুল হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা খালেদ হোসেন, রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি সদস্য মোশারেফ, রুবেল প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবব আলম তালুকদার জানান ১১ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২২ দিন ইলিশ প্রজনন সময়কাল। এস সময় নদীতে সকল প্রকার মৎস্য স্বীকার,আহরন, পরিবহন, মজুদ ও বাজারজাত সম্পূর্ন নিষেধ। উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অবরোধকালীন সময় তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদী নির্ভর ৭ হাজার জেলেদের মাঝে ২৫ কেজি করে (ভিজিএফ)চাল বিতরণ শুরু করা হয়েছে।