ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারা পদ্মা নদী থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার

ভেড়ামারা পদ্মা নদী থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈয়গাড়ি পাড়া গ্রামের শিহাবুল ইসলামের ছেলে সিয়াস (১২) মরদেহ উদ্ধার করেছেন। এলাকাবাসীর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীতে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে যায় গোসল করার একপর্যায়ে বন্ধুরা সিয়াম কে আর খুঁজে পাইনা। পরে সিয়ামের বাড়িতে সংবাদ দিলে স্থানীয় লোকজনকে সঙ্গে করে পদ্মা নদীতে অনেক খোঁজাখুঁজি করে সিয়াম কে পাওয়া যায় না। আজ শুক্রবার সকাল ৬ টার সময় স্থানীয় ডুবুরিরা পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার স্থানে অনেক খোঁজাখুঁজি করে সিয়ামের মরদেহ উদ্ধার করে। সিয়াম বাহাদুরপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান আমি সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশু সিয়ামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। শুক্রবার বিকেল জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।