দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি“ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দৌলতপুর কুষ্টিয়ার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপলেলা সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দুলাল দেবনাথ প্রমুখ।