ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে হৃদরোগে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দৌলতপুরে হৃদরোগে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবলু চেয়ারম্যানের মেয়ে রুমা আক্তার জানান, শুক্রবার বিকেলে ঝাউদিয়া বাজার থেকে বাবা কুষ্টিয়ার বাসাতে যান। সকাল আটটায় সেখানে বুকে প্রচন্ড ব্যাথা ও অসুস্থতা বোধ করলে ©তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তাহার নামাজে জানাজা আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হইবে।