শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জননেতা তারেক শামস্ খান হিমু
কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ১৫ ই অক্টোবর’২৩ রোজ রবিবার সকাল ১০ঃ৩০ মিনিটে কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সহ-সভাপতি জননেতা তারেক শামস্ খান হিমু। বিশেষ অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস্ খান হিমু বলেন – শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠপুত্র। মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের স্নেহের ছোট ভাই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতের অন্ধকারে ছোট্ট শিশু শেখ রাসেলকে বাংলাদেশের কিছু বিপথগামী সেনা সদস্য ও উচ্চাভিলাষী রাজনৈতিক নেতৃবৃন্দের কুচক্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করা হয়। সৃষ্টি হয় জাতির একটি কলঙ্কিত অধ্যায়। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশের প্রচলিত আইনে এই নারকীয় হত্যার বিচার বাংলার মাটিতে সংঘটিত হয়েছে। পাশাপাশি আমি আজকে উপস্থিত সকলকে এবং আমাদের নতুন প্রজন্মকে বলতে চাই ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে “মুজিব একটি জাতির রূপকার” নামের ইতিহাস ভিত্তিক সিনেমা চলছে। এই সিনেমাটির মাধ্যমে বাংলার ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের যে ত্যাগ ও সংগ্রাম তা অত্যন্ত বাস্তবতার সাথে তুলে ধরা হয়েছে। এই সিনেমাটি দেখার মাধ্যমে তোমরা নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনাদর্শ এবং শিশু শেখ রাসেল দেশের জন্য যে ত্যাগ স্বীকার তা অত্যন্ত চমৎকারভাবে উপলব্ধি করতে পারবে। আমি সকলকে উক্ত সিনেমাটি উপভোগ করার জন্য উদাত্ত আহবান জানাই। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাচার্য ডঃ কামরুল হাসান খান। উক্ত অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ কলাবাগান লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
Print [1]