ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

নেশার টাকা না দেয়ায় মাকে রক্তাক্ত জখম পিতা-মাতার জীবন সংশয়

নেশার টাকা না দেয়ায় মাকে রক্তাক্ত জখম
পিতা-মাতার জীবন সংশয়

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় নেশার টাকা না দেয়ায় নিজের মাকে ইটমেরে রক্তাক্ত জখমের ঘটনা ঘটে।
উপজেলার ৫নং ওয়ার্ড নলখোলা বন্দরস্থ বাবুল কর্মকারের এক মাএ ছেলে বাদন কর্মকার(১৭) এ ঘটনা ঘটায়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জনা য়ায়, বাদন পূর্ব থেকে মাদকের সাথে জড়িত। সোমবার রাত আনুমানিক ১ টার সময় বাদন কর্মকার নেশার টাকার জন্য তার মা শিল্পী রানীর কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাকে ইটমেরে রক্তাক্ত জখম করে ও মারধর করে শিল্পী রানিকে। শিল্পী রানীর ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে শিল্পি রানীকে রক্তাক্ত অবস্থায় দেখে বাজারের একটি ঔষধ ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন। পরে এলাকার লোক জন বাদনকে উপজেলা ভুমি অফিসের নতুন ভবনের নিচে পিলারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে। বাব- মার চোখে মুখে ছেলের কাজে আতংক বিরাজ করছে।
বাদনের বাবা বাবুল কর্মকার ও মা শিল্পী রানী বলেন, ছাত্র হিসাবে ভালো ছিলো । বন্ধুদের পাল্লায় পরে মাদকে আসক্ত হয়েছে। একাধিক মামলা আছে। সন্তান তো ফেলতে পারিনা। বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে তিন মাস চিকিৎসা করিয়ে ভালো করেছি আবার সেই নেশায় আসক্ত। ওর জ¦ালায় আর সৈয্য করার মতো না। আমরা স্বামী ও স্ত্রী আতংকে আছি । কখোন মাদকের টাকার জন্য আমাদের মেরে ফেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।