ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দশমিনায় তিন জেলে জেলহাজতে

দশমিনায় তিন জেলে জেলহাজতে

মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে অবৈধ ভাবে মা ইলিশ ধরার সময় উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে তিন জেলেকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন ভোলা জেলার, লালমোহন উপজেলার, কচুয়াখালী গ্রামের, মৃত আবদুল লতিফের ছেলে মোঃ রাশেদ(২৪), আল ইসলামের ছেলে মোঃ মহিউদ্দিন(২৮),আলাউদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন(১৯)
নৌ-পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, মা ইলিশ প্রজনন সময় কাল ১১ অক্টোবর থেকে ২ নভেম্বর। এ সময়ে নদীতে কোন প্রকার মাছ ধরা, পরিবহন, বিক্রয় , আহরন,মজুদ, বাজারজাত সম্পূর্ন নিষেধ। বুধবার রাতে তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে মাছ ধরার সময় তিন জেলেকে আটক, দশ কেজি জটকা ইলিশ ও ৮শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
নৌ পুলিশের ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক(এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, অবরোধ সময়ে নদীতে অবৈধ ভাবে মাছ ধরায় তিন জেলেকে আটক করে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ অভিযান অব্যহত থাকবে।