ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আককাস আলী :ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শুক্রবার নওগাঁ শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এই কর্মসূচী পালিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে উপদেষ্টা প্রকৌশলী গুরুদাস দত্ত, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, বিন আলী পিন্টু, সাধারণ সম্পাদক এম.এম রাসেল ও সহ-সাধারণ সম্পাদক নাইচ আক্তার, মাগফুরুল হাসান বিদ্যুৎসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলরা অবৈধভাবে ফিলিস্তিন দখলে নিতে জোরতৎপর চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইতিহাসের চরম বর্বরতায় মেতে উঠেছে ইসরায়েল ও তাদের সহযোগী পশ্চিমারা। দখলদারদের পৈশাচিকতায় নিরিহ স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসী আজ নির্মম হত্যাযজ্ঞে শিকার।

সকল নীতি অমান্য করে হামলা চালিয়ে অতর্কিত হামলা চালিয়ে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করা হয়েছে। যা মানবতা লঙ্ঘন। যা ধর্ম, বর্ণ নির্বিশেষে সভ্য কোন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।