দশমিনায় গ্রাহকের সাথে ব্যাংক কর্মকর্তার অসৌজন্য মূলক আচরন
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনায় কৃষি ব্যাংক দশমিনা শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহককের সাথে অকথ্য ভাষায় গাল মন্দ ও অসৌজন্য মূলক আচরন করার অভিযোগ উঠেছে।
জনান যায়, মোঃ মকবুল হোসেন ঢালী, কৃষি ব্যাংক দশমিনা শাখা থেকে ২৪ মার্চ/২০২১ সনে ১ লক্ষ ১২ হাজার টাকা লোন গ্রহন করেন যাহার কেস নং ২৬৬/১১৭। উক্ত লোনের টাকা ফেব্রয়ারি-২০২৩ সনে পরিশোধ করেন । লোন পরিশোধ করার পর চলতি মাসে ব্যবস্থাপক এর স্বাক্ষরিত ১ লক্ষ ৬৪ হাজার ৭ শত ৯ টাকা পরিশোধের একটি নোটিশ দেয়া হয়। ওই নোটিশের কপি নিয়ে লোন গ্রহীতা মো. মকবুল রবিবার সাকল ১১ টায় কৃষি ব্যাংক দশমিনা শাখার সেকেন্ড অফিসার জাকির হোসেনের কাছে দেখা করে বিষয়টি বলেন। জাকির হোসেন লেজার খুলে মকবুল হোসেনকে দেখতে বলেন। মকবুল হোসেন বলেন আপানাদের অফিসিয়াল লেজার ধরার আমার কোন অধিকার এছ। এক পর্যায় কথা কাটাকাটি হয় পরে জাকির হোসেন অকথ্য ভাষায় গাল মন্দ ও অসৌজন্য মূলক আচরন করেন। সাংবাদিক বিষয়টি নিয়ে তাকে জানতে চাইলে জাকির হোসেন তাদের সাথে অসৌজন্য মূলক আচরন করেন এবং আইডি কার্ড চায় এবং আইডি কার্ড স্কান করার কথা বলেন। ব্যবস্থাপক কৃষি ব্যাংক দশমিনা শাখা মোঃ আবু সাইদ নঈম বলেন, নতুন চাকুরি অনেক কিছু বুজেনা, আমি বিষয়টি শুনেছি। তার ব্যবহারে দুঃখিত। এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।