ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নওগাঁয় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর আত্রাইয়ে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) জসীম উদ্দিন হায়দার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
 রোববার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। সভা শেষে কমিশনার বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত পতিসর কাছারিবাড়ী, কালিকাপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার এবং পূজা মন্ডপ পরিদর্শণ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের সততার সাথে কর্ম সম্পাদনের আহবান জানান এবং সেইসাথে সেবাপ্রার্থীরা যেনো হয়রানির স্বীকার না হন সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ্ব দেন। এসময় মিসেস কমিশনার বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) তাবাসসুম বিনতে ইসলাম উপস্থিত ছিলেন।