ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাঘায় ওয়ানশুটার গানসহ আটক ২

বাঘায় ওয়ানশুটার গানসহ আটক ২

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ একটি ওয়ানশুটার গান এবং দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার(২২ অক্টোবর )রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহীর বাঘা থানার আলাইপুর মধ‍্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আলামিন (২৬)। তার বাড়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামে।
র‌্যাব-৫ রাজশাহী সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর মধ‍্যপাড়া এলাকায় অভিযান চালান। সে সময় আলামিনকে আটক করে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান,১টি ম‍্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জব্দ অস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তিকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে রবিবার(২২ অক্টোবর)বাঘা থানা পুলিশ রাতে মর্শিদপুর এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম (৫০) নামে একজনকে দুই ড্রামে (৫০+৫০) =১০০ লিটার চোলাইমদসহ নিজ বাড়ী থেকে আটক করে।
বাঘা থানা ভারপ্রাপ্ত অফিসার(ওসি)খাইরুল ইসলাম জানান,আটককৃত আসামীদের মামলা দিয়ে সোমবার(২৩ অক্টোবর )সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।