দশমিনায় চার জেলে জেল হাজতে
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে সোমবার দুপুরে মা ইলিশ ধরতে গিয়ে নৌপুলিশের হাতে আটক হয় চার জেলে।
আটক কৃতরা হলেন উপজেলার চরবোরহান ইউনিয়নের আঃ মান্নানের ছেলে আবদুর রহমান(১৯), শাহজালাল এর ছেলে নাঈম হোসেন(২৩), বারেক আকনের ছেলে জসিম সিকদার(৪০), দশমিনা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রহিম মুসল্লির ছেলে মফিজ(৩২)
জানা যায়, নৌপুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান পরিচালনা করে মা ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করেন। তাদের কাছ থেকে ২ টি ইঞ্জিন চালিত ট্রলার, ১টি বইডা নৌকা, ১০ কেজি জাটকা, ৬ শত মিটার করেন্ট জাল জব্দ করা হয় । জব্দকৃত জাটকা এতিম মাদ্রসায় বিতরণ করা হয়।
ফাাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিচুর রহমান বলেন, অবরোধ সময়ে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধ মাছ ধরার সময় চার জেলেকে আটক করা হয়েছে এবং মৎস্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।