ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সহ দুই পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সহ দুই পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর ১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকা থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মৃত আ. কাশেম মুন্সীর ছেলে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ফরিদপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সী তৈয়বুর আলম পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর ১৬ (৩বি) ধারার একটি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিল। অপরদিকে ৪টি মামলায় ৩ বছর ৩ মাস ও ৬২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী মাজহারুল ইসলাম মিন্টু সাজা প্রাপ্ত হয়ে রাজধানীর বনানী এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বোয়ালমারী থানা পুলিশর উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও এএসআই মনির হুসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর বনানী ও রমনা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এএসআই মনির হুসাইন তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের গ্রেপ্তার করে শুক্রবার (২৭ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।